ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ
৯ ডিসেম্বর ২০১৮ ১৮:১১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৯ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে ব্যারিস্টার তানিয়া আমীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করা হয়েছিলেন। আজ (রোববার) শুনানি নিয়ে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে বলেছেন।
একইসঙ্গে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তও স্থগিত করেছেন আদালত।
এর আগে, কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ইমরান এইচ সরকার। তবে যাচাই-বাছাই প্রক্রিয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাইলে সংশ্লিষ্ট নির্বাচনি আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। ইমরান এইচ সরকারের মনোনয়নপত্রে এ সম্পর্কিত তথ্যের ঘাটতি ছিল।
পরে ইমরান এইচ সরকার ইসিতে আপিল করেন। তবে ৭ ডিসেম্বর ইসিতে আপিল শুনানিতেও তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। পরে এ বিষয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
সারাবাংলা/এজেডকে/টিআর