Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলফনামায় ভুলতথ্য দিলেও পদ চলে যেতে পারে: ব্রি. সাখাওয়াত


৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচনি হলফনামায় দেওয়া সম্পদের বিবরণী অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, হলফনামায় ভুল তথ্য দিয়ে কোনো ব্যক্তি যদি সংসদ সদস্য নির্বাচিতও হয় তবে তার পদ চলে যেতে পারে। এ জন্য দুদক তদন্ত শুরু করতে পারে।

রোববার (৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০১৮ উপলক্ষে দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা আয়োজিত ‘নির্বাচনের গর্জন-দুর্নীতিবাজ বর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনের খুব বেশি বাকি নাই। তারপরও যদি নির্বাচন কমিশন প্রার্থীদের হলফনামাগুলো দুর্নীতি দমন কমিশনে পাঠায় তবে সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। কেন না একজন প্রার্থী যার জীবনযাত্রার ধরন ১২ লাখ টাকার সে যদি ১২ হাজার টাকার মাসিক আয় দেখায় স্বাভাবিক ভাবেই বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়।’

‘প্রার্থীদের হলফনামায় দেখা গেছে তাদের স্ত্রীরাই সব সম্পদের মালিক। বিষয়টিতে বোঝা যায় নারীর ক্ষমতায়ন হয়েছে। কিন্তু সেই সঙ্গে ওই নারী কিভাবে এতো সম্পদের মালিক হলেন সে বিষয়টিও দুর্নীতি দমন কমিশনের খতিয়ে দেখা উচিত।’

তিনি বলেন, ‘‘ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে ‘অপরিপক্ক ডাকাতরাই ব্যাংখ ডাকাতি করে আর পরিপক্ক ডাকাতরা ব্যাংক তৈরি করে’। প্রবাদটি আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে সম্পূর্ণ সঠিক বলে মনে হয়। ব্যাংকিখাতে কি হচ্ছে- তা আপনারা সবাই কম বেশি জানেন।’’

বিজ্ঞাপন

আলোচনা সভার বিষয়ে তিনি বলেন, ‘দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা আরও অন্তত দুই মাস আগে এমন আলোচনা সভার আয়োজন করলে ভালো হতো। তারপরও যেহেতু তারা করেছে এটি ভালো উদ্যোগ। তবে এখন এগুলোকে ভোটারদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেজন্য ঢাকার বাইরে এ ধরণের অনুষ্ঠান করলে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

সংস্থার চেয়ারম্যান বিচারপতি সিকদার মো. মকবুল হক আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

সারাবাংলা/এমএস/এমআই

নির্বাচন ভুল তথ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর