Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দল হিসেবে বাসদের চূড়ান্ত তালিকা ইসিতে


৯ ডিসেম্বর ২০১৮ ১৯:১৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দল হিসেবে প্রথম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। বাসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৪৫টি আসনে মই মার্কায় নির্বাচন করবে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বাসদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা জমা দেন।

চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন- নীলফামারী-১ (ডোমার-ডিমলা) মো. ইউনুছ আলী, লালমনিরহাট-৩ (সদর) আবু তৈয়ব মো. আজমল হক পাটোয়ারী, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) মো. সাদেক আলী, রংপুর-৫ (মিঠাপুকুর) মো. মমিনুল ইসলাম, কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট-ফুলবাড়ী) মো. মোনাব্বর হোসেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) সাঈদ আখতার আমীন, কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজীবপুর-চিলমারী) মো. আবুল বাশার মঞ্জু, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) মো. গোলাম রাব্বানী শাহ, গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) সাদেকুল ইসলাম গোলাপ, জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) শহীদুল ইসলাম, নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) মঙ্গল কিসকু, নওগাঁ-৩ (মহাদেবপুর বদলগাছী) জয়নাল আবেদীন মুকুল।

এছাড়া রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) মো. আলফাজ হোসেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) মো.আব্দুল আলিম ফকির, কুষ্টিয়া-৩ (সদর) শফিউর রহমান শফি, ঝিনাইদহ-২ (হরিণাকুণ্ডু-সদর) অ্যাডভোকেট মো. আসসাদুল ইসলাম, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) মো. আলা উদ্দীন, খুলনা-৩ (খালিশপুর-খানজাহান আলী) জনার্দন দত্ত, সাতক্ষীরা-২ (সদর) নিত্যানন্দ সরকার, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) অ্যাডভোকেট মো. জহিরুল আলম সবুজ।

ঢাকা-৩ (কেরানীগঞ্জ) মজিবুর হাওলাদার, ঢাকা-৭ (লালবাগ-কোতয়ালী) খালেকুজ্জামান লিপন, ঢাকা-৮ (শাহবাগ-পল্টন-মতিঝিল) শম্পা বসু, ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) এস এম আহসান হাবীব বুলবুল, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সৌমিত্র কুমার দাস, গাজীপুর-১ (সদর-কালিয়াকৈর) মোহাম্মদ রাহাত আহাম্মেদ, গাজীপুর-২ ( সদর-টঙ্গী) মো. আব্দুল কাইয়ুম, গাজীপুর-৩ (সদর-শ্রীপুর) এস এম মফিজ উদ্দিন আহম্মদ, নরসিংদী-১ ( সদর) অ্যাডভোকেট মোবারক হোসেন আখন্দ, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ) সেলিম মাহমুদ, নারায়ণঞ্জ-৫ (সদর-বন্দর) আবু নাইম খান বিপ্লব, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) মো. ইছাহাক মোল্লা, সিলেট-১ (সদর) প্রণব জ্যোতি পাল, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) অ্যাডভোকেট মো. মগনু মিয়া, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) চৌধুরী ফয়সল সোয়েব।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) শাহজাহান তালুকদার, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) এম আনিছুজ্জামান ভুইয়া রানা, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) ডা. হারাধন চক্রবর্ত্তী, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) মহিনউদ্দিন চৌধুরী লিটন, নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) সিরাজ উল্লাহ, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) অ্যাডভোকেট মিলন কৃষ্ণ মন্ডল, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী-ডবলমুরিং) মো. মহিন উদ্দিন ও চট্টগ্রাম-১২ (পটিয়া) স ম ইউনুস।

সারাবাংলা/ইউজে/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর