Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন ৯ জন


৯ ডিসেম্বর ২০১৮ ২০:১৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সুনামগঞ্জ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন ৯ জন।

রোববার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিনে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন তারা। এর আগে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ৫২ জন প্রার্থী। ৯ জন প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় এখন সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪৩ জনে।

প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদের বরাবরে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন ৯ জন।

এরা হলেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা) আসনের বিকল্পধারা প্রার্থী মো. রফিকুর ইসলাম চৌধুরী ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ বাবুল। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা ) আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী তাহির রায়হান চৌধুরী ।

সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন দুই প্রার্থী। এরা হলেন ইসলামী ঐক্য জোটের মনোনীত প্রার্থী সৈয়দ আলী আহমদ ও গণফোরাম প্রার্থী নজরুল ইসলাম।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন চারজন। তারা হলেন জেএসডি (রব) মনোনীত প্রার্থী দেওয়ান ইস্কান্দর রাজা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, ইনান ইসমাম হোসেন চৌধুরী এবং মো. আব্দুল মজিদ।

সারাবাংলা/এসএমএন

প্রার্থীতা প্রত্যাহার মনোনয়নপত্র

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর