।। স্পেশাল করসেপন্ডন্টে
ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৯ আসনে প্রার্থী বদল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার (৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রার্থী বদলের ভিন্ন ভিন্ন ৯টি চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি।
চিঠিতে যে নয়টি আসনে প্রার্থী বদল করা হয়েছে সেগুলো হলো- মানিকগঞ্জ-১ আসনে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আব্দুল হামীদ ডাবলুর পরিবর্তে এস এম জিন্নাহ কবীর, সিরাজগঞ্জ-৬ আসনে মো. কামরুদ্দীন এহিয়া খানের পরিবর্তে এম এ মুহিত।
এছাড়া রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাবের পরিবর্তে গোলাম রাব্বানী, রাজশাহী-৫ আসনে নুরুল ইসলামের পরিবর্তে মো. নাদিম মোস্তফা, নওগাঁ-১ আসনে মো. মোস্তাফিজুর রহমানের পরিবর্তে মো. ছালেক চৌধুরী, গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির এস এম জিলানী, শেরপুর-২ আসনে এ কে এম মুখলেছুর রহমানের পরিবর্তে মো. ফাহিম চৌধুরীকে প্রার্থী করা হয়েছে।
পাশাপাশি নাটোর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম-৭ আসনে কুতুব উদ্দিন বাহারের পরিবর্তে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. নুরুল আলমকে প্রার্থী করা হয়েছে।
সারাবাংলা/জিএস/এমও