।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটযুদ্ধে অংশ নেবেন ২৯৮ প্রার্থী। বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এসব প্রার্থীর চূড়ান্ত তালিকা জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।
বাকি দুইটি আসনের মধ্যে চট্টগ্রাম-১৪ আসনে ২০ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ নিজস্ব ছাতা প্রতীকে এবং কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আজাদ স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে।
ইসিতে জমা দেওয়া তালিকা অনুযায়ী ২৯৮ প্রার্থীর তালিকা
সারাবাংলা/এজেড/টিআর