Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধানের শীষে’র প্রার্থী নেই কক্সবাজার-২ আসনে


৯ ডিসেম্বর ২০১৮ ২২:৪৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : কক্সবাজার মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) আসনে কোনো প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারছেন না।

বিএনপি কক্সবাজার-২ আসনে দু’জনকে আলাদাভাবে মনোনয়ন দিলেও আইনি জটিলতার কারণে এদের একজনও মনোনয়ন পাননি।

কক্সবাজার জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মনোনয়নপত্র জমাদানের সময় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে কক্সবাজার-২ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদকে। চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা আলমগীর মো. মাহফুজউল্লাহ ফরিদের প্রার্থীতা আইনত অবৈধ হওয়ায় বাতিল করা হয়।

জেলা প্রশাসক কামাল হোসেন আরও জানান, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হামিদুর রহমান আযাদকে রোববার (৯ ডিসেম্বর) বিএনপি চূড়ান্ত মনোনয়ন দেয়। কোন স্বতন্ত্র প্রার্থীকে দলীয় প্রতীকের মনোনয়ন দেওয়া নির্বাচনী আইনের পরিপন্থি। যার ফলে কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আযাদকে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেয়া সম্ভব নয়। তবে হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আইনি কোনো বাধা নেই।

সারাবাংলা/এসএমএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার-২


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর