Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার ছয় আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


৯ ডিসেম্বর ২০১৮ ২২:৫৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খুলনা: খুলনার ছয়টি আসনে বিএনপি, মুসলিম লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার (৯ নভেম্বর) নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন এই ৯ রাজনীতিবিদ।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেন জানান, যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন : খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) আসনে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল (স্বতন্ত্র প্রার্থী), গৌরাঙ্গ প্রসাদ রায় (ওয়াকার্স পার্টি), খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে এস এম ইসলাম আলী (বাংলাদেশ মুসলিম লীগ), খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আ ফ ম মহসীন (জেএসডি), এস এম আরিফুর রহমান মিঠু (বিএনপি)।

খুলনা-৪ (দিঘলিয়া-রূপসা-তেরখাদা) আসনে শরীফ শাহ কামাল তাজ (বিএনপি), এস এম সাখাওয়াত হোসাইন (খেলাফত মজলিস), মল্লিক হাদিউজ্জামান (জাতীয় পার্টি), খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে মো. আইয়ুব আলী (জেএসডি)।

এদিকে খুলনা-৬ আসনে জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তিনি বলেন, দল একজনকেই ধানের শীষের মনোনয়ন দিয়েছে। ফলে আমার মনোনয়ন এমনিতেই বাতিল হয়ে যাবে। ফলে মনোনয়নপত্র প্রত্যাহার করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, এ আসনে ২০দলীয় জোটের প্রার্থী হিসেবে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কালাম আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

সারাবাংলা/এসএমএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুলনা মনোনয়ন প্রত্যাহার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর