রাঙামাটির ২১ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম যাবে হেলিকপ্টারে
১০ ডিসেম্বর ২০১৮ ০৯:০৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাঙামাটি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি সংসদীয় আসনে রয়েছে মোট ২০৩টি ভোটকেন্দ্র। এর মধ্যে ২১টি কেন্দ্র এতোটাই দুর্গম স্থানে যে, এসব কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম ও জনবল পাঠানো হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রগুলো হলো- বাঘাইছড়ি উপজেলার শিজক দজর বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উপজেলার সাজেক ইউনিয়নের নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের সি.এম.পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়হরিণা ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুরাছড়ি উপজেলার শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুরাছড়ির মৈদং ইউনিয়নের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুমদম্যা ইউনিয়নের বস্তিপাড়া ফরেস্ট ভিলেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগাখালী নিম্ন মাধ্যমিক বেসরকারি বিদ্যালয়, রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি ইউনিয়নের রাইমংছড়া পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাংজাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
আব্দুল লতিফ শেখ বলেন, ‘রাঙামাটি জেলার মোট ২১টি ভোটকেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই কয়েকটি কেন্দ্রে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম ও জনবল পৌঁছে দেয়া হবে।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে যাবতীয় কাজ ইতিমধ্যে শেষ করেছে জেলা নির্বাচন অফিস। এবারের সংসদ নির্বাচনে ২০৩ জন প্রিজাইডিং অফিসার, ৮৯৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৭৮৬ জন পোলিং আফিসার কাজ করবেন। ইতিমধ্যে বিভিন্ন দপ্তর থেকে কর্মকর্তাদের চূড়ান্ত নামের তালিকা নির্বাচন অফিসে জমা পড়েছে।
আগামী ২০ বা ২১ ডিসেম্বর এই কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। এ আসনের স্থায়ী-অস্থায়ী মিলে ২০৩টি ভোট কেন্দ্রে মোট ৪ লাখ ১৮ হাজার ২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৫৩ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৩৯৫ জন।
সারাবাংলা/এসএমএন