বিএনপিতে উত্তরাধিকারের মনোনয়ন
১০ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: শেষ পর্যন্ত খালেদা জিয়াকে ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এই নির্বাচনে নীলফামারী-১ আসনে খালেদা জিয়ার বোনের স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম ছাড়া জিয়া পরিবারের কেউ অংশ নিচ্ছেন না। তবে বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক, বর্তমান, প্রয়াত এবং নির্বাচন কমিশনে অযোগ্য নেতাদের এক ঝাঁক ‘উত্তরাধিকার’পেয়েছেন ধানের শীষের মনোনয়ন।
সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিত মনোনয়ন পেয়েছেন যশোর-৩ আসন থেকে। বিএনপির এই সহ-সাংগঠনিক সম্পাদক নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয়। বাবার পরিচয় ছাড়াই হয়তো তিনি মনোনয়ন পেতেন। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়াত নেতার স্মৃতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে তরিকুল ইসলামের আসনে তার ছেলেকে বেছে নিতে খুব বেশি ভাবতে হয়নি বিএনপিকে।
স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার নিজের আসনটা ছেড়ে দিয়েছেন ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরের জন্য। বয়সের ভাড়ে নুয়ে পরা জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিলেন পঞ্চগড়-১ আসনে ধানের শীষ প্রতীকে তার স্থালাভিষিক্ত হবেন ছেলে নওশাদ জমির। সেই অনুযায়ী নওশাদ জমিরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।
ওয়ান ইলেভেনের পরিবর্তিত পরিস্থিতিতে জিয়া পরিবারের পাশে দাঁড়ানো নেতাদের মধ্যে অন্যতম ছিলেন আ স ম হান্নান শাহ। ২০১৬ সালের সেপ্টেম্বরে মারা যান বিএনপির এই ত্যাগি নেতা। তার নির্বাচনী আসন গাজীপুর-৪ এ মনোনয়ন পেয়েছেন ছেলে শাহ রিয়াজুল হান্নান।
স্থায়ী কমিটির কনিষ্ঠতম সদস্য সালাহউদ্দিন আহমদ ভারতে থাকায় নির্বাচন করতে পারছেন না। তার আসন কক্সবাজার-১ এ নির্বাচন করছেন স্ত্রী হাসিনা আহমেদ। সংরক্ষিত মহিলা আসনের সাবেক এই সংসদ সদস্য স্বামীর আসনে উত্তরাধিকার হিসেবে ধানের শীষ প্রতীকে লড়বেন।
মনোনয়ন বাতিল হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন ডাকসুর সাবেক ভিপি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। তার আসন ঢাকা-২ এ নির্বাচন করবেন ছেলে ইরফান ইবনে আমান।
বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর আসনে (সিরাজগঞ্জ-২) নির্বাচন করছেন তার স্ত্রী রুমানা মাহমুদ। নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর নির্বাচন করছেন সিলেট-২ আসনে। বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ (ফরিদপুর-২), ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম (ঢাকা-১১) বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম জাতীয় নেতা মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে রিটা রহমান (রংপুর-৩) একুশ আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান (নেত্রকোণা-৪), প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পোটলের স্ত্রী কামরুন্নাহার (নাটোর-১), দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন (নাটোর-২) এবং শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে সানসিলা জেবরিন (শেরপুর-১), আসনে মনোনয়ন পেয়েছেন উত্তরাধিকারসূত্রে।
সারাবাংলা/এজেড/জেএএম