Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাজোটে ২৯ ও উন্মুক্তসহ ১৭৪ আসনে নির্বাচন করবে জাপা: রাঙ্গা


১০ ডিসেম্বর ২০১৮ ১৫:০৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের ২৯টি এবং উন্মুক্তসহ ১৭৪টি আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি। মহাজোটে জাতীয় পার্টি যে ক’টি আসন পেয়েছে তাতে দলের নেতা-কর্মীরা সন্তুষ্ট নয়। কিন্তু মহাজোটের স্বার্থে আমরা মেনে নিচ্ছি।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন, দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিউর রহমান রাঙ্গা বলেন, উন্মুক্ত নির্বাচনে মহাজোটের কোনো ক্ষতি হবেনা। কারণ, মহাজোটভুক্ত যে প্রার্থী শক্তিশালী, তাকেই সমর্থন দেয়া হবে। উন্মুক্ত নির্বাচনে পার্টির নেতা-কর্মীদের মাঝে উৎসাহ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) মোঃ খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান এ্যাড. জিয়াইল হক মৃধা এমপি, নুরুল ইসলাম নুরু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মোল্যা সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/জেএএম

জাপা নির্বাচন ২০১৮ মহাজোটে ২৯ ও উন্মুক্তসহ ১৭৪ আসনে নির্বাচন