নারী হত্যাকারী পপকভের যাবজ্জীবন দ্বিগুণ
১০ ডিসেম্বর ২০১৮ ১৭:০৯
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
আধুনিক যুগে রাশিয়ার সবচেয়ে ভয়ংকর গণহত্যাকারীকে দ্বিতীয়বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই হত্যাকারীর নাম মিখাইল পপকভ (৫৩)। পূর্বে ২২ হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন তিনি। নতুন করে আরও ৫৫জন নারী ও একজন পুলিশকর্মীকে হত্যা করার অভিযোগে তাকে দ্বিতীয়বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর বিবিসির।
পপকভ গভীর রাতে একাকী নারীদের সাহায্য করার কথা বলে নিজ গাড়িতে তুলে নিতো। এরপর তাদের নির্মমভাবে আঘাত করে হত্যা করতো। নিহতদের মধ্যে ১০জনকে ধর্ষণও করেছে সে। এসব ঘটনার ক্ষেত্রে অন্তত তিন দিন সে পুলিশ হিসেবে দায়িত্বরত ছিল। তাকে ২০১২ সালে গ্রেফতার করা হয়।
পপকভের শিকাররা সবাই প্রায় নারী ছিল। তাদের বয়স ছিল ১৬ থেকে ৪০ বছরের মধ্যে। তবে ব্যতিক্রমী এক শিকার ছিল একজন পুরুষ পুলিশকর্মী। ১৯৯২ সাল থেকে ২০০৭ সালের মধ্যে এসব হত্যাকাণ্ড করে পপকভ।
পপকভের সকল হত্যাকাণ্ড ঘটে সাইবেরিয়ার আংসাক শহরে, ইরতুতস্ক শহরের নিকটে। খুন করতে একটি দা কুড়াল ও হাতুড়ি ব্যবহার করতো সে। মারার পর মৃতদের দেহ কোন বনে বা রাস্তার ধারে বা কোন স্থানীয় গোরস্থানের পাশে ফেলে দিতো।
সারাবাংলা/ আরএ