হবিগঞ্জে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি, বিএনপির অভিযোগ
১০ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
হবিগঞ্জ: হবিগঞ্জে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনি মাঠে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ তার।
সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ।
সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা অভিযোগ করেন যে, কোন মামলা ও গ্রেফতারি পরওয়ানা ছাড়াই পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। বিএনপির নির্বাচনি সভাগুলোতে গোয়েন্দা পুলিশ সদস্যরা বক্তাদের নাম ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। বিষয়টি লিখিতভাবে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে অবহিত করা হলেও কার্যত কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। প্রশাসনের কাছ থেকে ন্যায় বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন গউছ। তিনি বলেন, ‘এমতাবস্থায় হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হলে দায়ভার প্রশাসনকেই নিতে হবে।’
জি কে গউছ বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোন দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। যার প্রমাণ আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কার্যকলাপে পরিলক্ষিত হচ্ছে। তবে এসব অপকর্মে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে। আগামী ৩০ তারিখ ব্যালটের মাধ্যমে এসব অপকর্মের জবাব দেয়া হবে।’
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে প্রেফতার করা হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন জি কে গউছ। তিনি বলেন, রাজনৈতিক মামলায় কাউকে গ্রেফতার না করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু হবিগঞ্জের অতি উৎসাহি পুলিশ কোন মামলা ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আদালতে জামিন হলেও জেলগেইটে আবারও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। পরে পুরনো মামলায় তাদের গ্রেফতার দেখানো হচ্ছে। পুলিশের এমন আচরণ সুষ্ঠ নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। প্রশাসনের এমন আচরণ প্রমাণ করছে, তারা সুষ্ঠ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে চায় না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনুসহ অন্যরা।
সারাবাংলা/এসএমএন