Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেলে যাওয়া বস্তায় মিলল কোটি টাকার লক্ষ্মী-নারায়ণ


১০ ডিসেম্বর ২০১৮ ২০:১৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে কষ্টি পাথরের এক জোড়া মূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি এই জোড়া মূর্তির দাম কয়েক কোটি টাকা।

রোববার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বহরপুর রেলস্টেশন এলাকা থেকে এ মূর্তি উদ্ধার করা হয়। সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বহরপুর রেলস্টেশন সংলগ্ন রাস্তায় মূর্তি জোড়া ক্রয়-বিক্রয় বা পাচারের উদ্দেশ্যে কয়েকজন পাচারকারী অবস্থান করছে বলে তাদের কাছে খবর আসে। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৪৫ কেজি ওজনের এক জোড়া কষ্টি পাথরের লক্ষ্মী-নারায়ণের মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম কয়েক কোটি টাকা।

মুর্তি জোড়া প্রত্নতত্ব অধিদপ্তরে পাঠানোর জন্য আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া, পরিদর্শক জিয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

কষ্ঠি পাথরের মূর্তি লক্ষ্মী-নারায়ণ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর