Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে দুর্নীতিবাজ বর্জন করতে রূপগঞ্জবাসীর প্রতি আহ্বান


১০ ডিসেম্বর ২০১৮ ১৯:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মহা দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মতুর্জা পাপ্পা।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি একথা বলেন।

গোলাম মতুর্জা পাপ্পা বলেন, ‘বিএনপি দুর্নীতির কারখানা। খালেদা জিয়া ও তারেক রহমান মহা দুর্নীতিবাজ। তারা নিজের দলে মনোনয়ন বাণিজ্য করে। বিএনপি দেশের মানুষকে ভালোবাসে না, দলকে ভালোবাসে না, তারা কেবল ভালোবাসে টাকাকে।’

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে এসব দুর্নীতিবাজদের বর্জন করতে আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

কোনো ব্যক্তি দেখে নয় রূপগঞ্জবাসী উন্নয়ন দেখে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি বলেন, ‘যারা শ্রমিকের টাকা আত্মসাৎ করে, শ্রমিক নির্যাতন করে তাদেরকে ভোট দেবেন না। একই সাথে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপি যেন জনগণকে ভুল বোঝানে না পারে সে দিকে সবার নজর রাখতে হবে।’

বর্ধিত সভায় আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মানজু,জুয়েল মাস্টার,দিলু চৌধুরী, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাদিম ভূইয়া, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন, রিটন প্রধান, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসজে/এসএমএন

গাজী গোলাম মতুর্জা পাপ্পা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর