Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলে দেওয়া হলো সেই ৫৮টি নিউজ পোর্টাল


১০ ডিসেম্বর ২০১৮ ১৯:১১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ২১:৩৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পরিবর্তন ডটকম, প্রিয় ডটকম, রাইজিংবিডি ডটকমসহ আচমকা বন্ধ করে দেওয়া ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (৯ ডিসেম্বর) বিকেলে বিটিআরসির পক্ষ থেকে এসব পোর্টাল বন্ধে সব ইন্টারনেট সেবা সরবরাহ সংস্থা এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) চিঠি দেওয়া হয়। পরে সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পোর্টালগুলো খুলে দেওয়ার নির্দেশ দেয় বিটিআরসি।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানিয়েছিলেন, রোববার বিটিআরসির পক্ষ থেকে এসব ওয়েবসাইট বন্ধ করে দিতে চিঠি দেওয়া হয়েছিল।

বিটিআরসির একটি সূত্র জানিয়েছিল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে এই ৫৮টি সাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সাইটগুলোকে তাদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে।

আরও পড়ুন-

৫৮টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ বিটিআরসির

সারাবাংলা/ইএইচটি/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর