Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ওপর হামলা, সন্ত্রাসী গুলিবিদ্ধ


১১ ডিসেম্বর ২০১৮ ০৯:২৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গ্রেফতার এড়াতে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে মো. আজাদ নামে এক সন্ত্রাসী। এসময় পুলিশের গুলিতে আজাদও আহত হয়েছে।

মঙ্গলবার (১১ ডিসেম্বের) ভোরে নগরীর কোতোয়ালী থানার আছাদগঞ্জ কলাবাগিচা এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত পুলিশ কনস্টেবল মোজাম্মদ রাসেল মিয়া এবং সন্ত্রাসী আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘আজাদের বিরুদ্ধে সাতটি মামলা আছে। কয়েকটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। সেই পরোয়ানামূলে ভোর সাড়ে ৫টার দিকে আজাদকে গ্রেফতারের জন্য পুলিশ যায়। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার সময় আজাদ আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল রাসেলকে কোপাতে থাকে।’

এসময় রাসেলকে বাঁচাতে গিয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হায়াত আরেফিন এবং কফিল উদ্দিন নামে স্থানীয় একজনও আহত হয়েছেন বলে ওসি জানান।

‘আজাদ যখন বেপরোয়া আচরণ করছিল, তখন পুলিশ গুলি করতে বাধ্য হয়। আজাদের হাতে ও পায়ে জখম হয়েছে। কনস্টেবল রাসেল মাথায় গুরুতর আঘাত পেয়েছেন’, বলেন ওসি। পুলিশের উপর হামলার ঘটনায় আজাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন

রিয়াল ছাড়ছেন আনচেলত্তি?
২০ জানুয়ারি ২০২৫ ২০:১০

আরো

সম্পর্কিত খবর