Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ ঘন কুয়াশা


১১ জানুয়ারি ২০১৮ ১০:৫০

সারাবাংলা ডেস্ক রিপোর্ট

ঢাকা : কয়েকদিন ধরে চলে আসা শৈত্যপ্রবাহের তীব্রতা কমতে শুরু করেছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে তাপমাত্রাও। তবে হঠাৎ করেই বুধবার রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে।

ঘন কুয়াশার কারণে নৌপথে ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে। পদ্মায় ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

প্রায় ছয় ঘণ্টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দুই পারে প্রায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। মধ্যরাত থেকে নদী অববাহিকা এলাকায় ঘন কুয়াশার কারণে ফেরী চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা চরম বিপাকে পড়েন।

বুধবার ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে তাপমাত্রা ৬ দশমিক শূন্য ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই দেশের সর্বনিম্ন মাত্রা।

এছাড়া সাতক্ষীরায় বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে ৮ দশমিক ২, রাজশাহীতে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সারাবাংলা/আরসি/একে

কুয়াশা শীতকাল শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর