Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আ.লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১০


১১ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নোয়াখালী-৫ (কবিরহাট কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি নিয়ে কবিরহাটে তার পথসভার প্রস্তুতি চলছিল। বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরাও মিছিল নিয়ে পথসভায় আসছিল। হঠাৎ পুলিশের মদদে অস্ত্র নিয়ে যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা তাদের ওপরে আক্রমণ করেছে। তাদের বেদম পিটিয়েছে। বিএনপি‘র প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি পাল্টা অভিযোগ করে সারাবাংলাকে জানান, বিএনপি কর্মীদের হামলায় আওয়ামী লীগের ছয় নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইসমাইল ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুল জলিলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা হাসান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর