চট্টগ্রামে বিএনপি নেতা ইয়াকুব গ্রেফতার
১১ ডিসেম্বর ২০১৮ ১৬:০৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ইয়াকুব চৌধুরী নাজিমের বিরুদ্ধে নাশকতার অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।
দক্ষিণ বাকলিয়া এলাকার আলী আফজাল চৌধুরীর ছেলে ইয়াকুব চৌধুরী নাজিম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
সারাবাংলা/আরডি/এটি