Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০ মিনিটের ‘বন্দুকযুদ্ধ’, নিহত ৩


১১ জানুয়ারি ২০১৮ ১১:৫২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট : সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত হয়েছেন। শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর সুখপাড়া চর এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত এ গোলাগুলি চলে।  বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৮ এর অপারেশন কর্মকর্তা মেজর সোহেল রানা প্রিন্স জানান, শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদীর সুখপাড়া চর এলাকায় বনদস্যুরা ঘাঁটি করেছে জেলেদের কাছ থেকে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়।

র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে সুমন বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল তল্লাশি করে তিন দস্যুর মরদেহ ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে দস্যুদের নাম পরিচয় জানাতে পারেননি  র‌্যাবের এ কর্মকর্তা।

সারাবাংলা/আরসি

 

 

 

বনদস্যু বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর