।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুড়িগ্রাম: জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন কুড়িগ্রাম-২ আসনের মহাজোট প্রার্থী পনির উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কলেজ মোড়ে বিজয় স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রচারণা কার্যক্রম শুরু হয়।
নেতাকর্মীরা সেখানে নীরবতা পালন করেন। এরপর হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক মো. জাফর আলী ও মহাজোট প্রার্থী জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ। এ সময় জেলা আওয়ামী লীগ ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সব ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করে কুড়িগ্রাম-২ আসনে মহাজোট প্রার্থী পনির উদ্দিন আহমেদকে লাঙ্গল প্রতীকে জয়ী করার আহ্বান জানান।
সারাবাংলা/এটি