Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতার মৃত্যু


১১ ডিসেম্বর ২০১৮ ১৮:২৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ১৯:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে চরশোলকিয়ায় তাকে দুর্বৃত্তরা গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে নোয়াখালী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে আ.লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১০

মফিজুল ইসলামের ছেলে হানিফ এওজবালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন দাবি করেন, এটি বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা। তারাই আমাদের নেতাকে গুলি করে হত্যা করেছে।

বিজ্ঞাপন

সুধারাম মডেল থানার ভরাপ্রাপ্ত কমর্মকর্তা আনোয়ার হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই হত্যার বিষয়ে এখনো কেউ মামলা করেনি। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এনএইচ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর