Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন ড্রোন হামলা, পাকিস্তানে নিহত ৪


১ ডিসেম্বর ২০১৭ ০৫:৪০

সারাবাংলা ডেস্ক

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের একটি ঘাঁটিতে সন্দেহভাজন মার্কিন ড্রোন হামলায় চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের সরকারি কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ড্রোন হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত থাকলে, চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এমন ঘটনা পাকিস্তানে চতুর্থবারের মতো ঘটল।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দু’জন কর্মকর্তা এবং স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানান, অজ্ঞাতনামা দু’টি ক্ষেপণাস্ত্র হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের কমান্ডার আবদুর রশিদ হাক্কানির লোকদের ওপর হামলার উদ্দেশ্য ছিল।

স্থানীয়রা পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিস্ফোরণের খবর জানিয়েছিল। সরকারি এক কর্মকর্তা জানান, আমাদের কাছে তথ্য রয়েছে যে, মার্কিন ড্রোনগুলো হাক্কানিকে লক্ষ করে নিক্ষেপ করা হয়েছিল।

তবে হাক্কানি ওই হামলায় নিহত হয়েছেন কিনা এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি গোয়েন্দারা।

সারাবাংলা/এমএইচটি/আইজেকে/ডিসেম্বর ০১, ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর