Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ তারকা হোটেলে ডাকাতি!


১১ জানুয়ারি ২০১৮ ১১:৩৭

আন্তর্জাতিক ডেস্ক

পাঁচ তারকা হোটেলে ডাকাতি করা সম্ভব! তাও আবার সংস্কৃতির শহর প্যারিসে! হ্যাঁ, ঠিক এমন ঘটনাই ঘটেছে। এতে ডাকাতদল ৪০ কোটি টাকার সমপরিমাণ জুয়েলারি ও বিলাসী পণ্য ছিনিয়ে নিয়েছে।

ফ্রান্সের গণমাধ্যমে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে পাঁচজন সশস্ত্র ডাকাত কুড়াল দিয়ে জানালা ভেঙে হোটেলে ঢোকে। এ সময় ঘটনা স্থলে পুলিশ দ্রুত পৌঁছায় এবং তিনজনকে গ্রেফতারও করেছে।

রিজ প্যারিস নামক ওই পাঁচ তরকা হোটেলের পেছনের প্রবেশ পথের কাছে কয়েকটি জুয়েলারি ও বিলাস পণ্যের দোকানের জন্য বরাদ্দ ছিল। যেখানে ৫ টি দোকানের ৯৫টি শো’কেসে জুয়েলারি, দামি ঘড়িসহ বিলাস পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হত।

ঠিক কত পরিমাণ সম্পদ খোয়া গিয়েছে তার সঠিক হিসেব পাওয়া না গেলেও হোটেল কর্তৃপক্ষ ধারণা করছেন ৪ মিলিয়ন ইউরো (প্রায় ৪০ কোটি টাকা) মূল্যের পণ্য নিয়েছে ডাকাতরা।

স্থানীয় গণমাধ্যম ‘লা পারিজিয়ান’ জানিয়েছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় তিন ডাকাতকে ধরা সম্ভব হয়েছে।

অপরদিকে, ডাকাতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য সিটি পুলিশ কমিশনার এক টুইট বার্তায় ওই পুলিশ দলকে ধন্যবাদ জানিয়েছেন।

সারাবাংলা/এসআরপি/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর