Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সারাদেশে জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করতে হবে’


১১ ডিসেম্বর ২০১৮ ২৩:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করতে সারাদেশে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন। তিনি বলেন, শুধুমাত্র তিনটি জেলায় বিবাহিত কিশোরীদের নিয়ে কাজ করলে হবে না। সারাদেশে কাজ করতে হবে- যেন আমরা বিবাহিত কিশোরীদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধ করতে পারি।

বিবাহিত কিশোরীদের ক্ষমতায়নে নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় পরিচালিত হচ্ছে ‘ইমেজ প্লাস’ প্রকল্প। প্রকল্পটির সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছে তেরে দেস হোমস নেদারল্যান্ড। যোগাযোগ ও কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে তেরে দেস হোমস ফাউন্ডেশন, এসকেএস ও পল্লীশ্রী।

ইমেজ প্লাস প্রকল্প থেকে মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে বিবাহিত কিশোরীদের সহিংসতা বিষয়ক এই সেমিনারের আয়োজন করে। ষোল দিনব্যাপী জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ক্যাম্পেইনের অংশ হিসেবে এই আয়োজন।

সেমিনারে জানানো হয়, এ বছরের বিশেষ প্রচারণার উপপাদ্য- “অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড #হিয়ার মি টু”। অনুষ্ঠানে বিবাহিত কিশোর ও কিশোরীরা তাদের বৈবাহিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদফতরের মহাপরিচালক কাজী রওশান আখতার। তিনি বলেন, ”সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একসাথে কাজ করতে হবে। আমরা যেন মেয়েদের প্রতি সহিংসতা বন্ধ করতে পারি, সেই সঙ্গে নারী-পুরুষের সমতা আনতে পারি।”

বিজ্ঞাপন

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের এসআরএইচআর ও জেন্ডার বিষয়ক ফার্স্ট সেক্রেটারি ড. অ্যানি ভেসজেন্স এবং মানবাধিকারকর্মী সালমা আলী।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর