।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচনি প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এর সভাপতিত্বে প্রচারণার অংশ হিসেবে সভার আয়োজন করা হয়। নির্বাচনি প্রচার ও প্রকাশনা উপকমিটি এই প্রচার কার্যক্রম সভার আয়োজন করে।
নির্বাচনি প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় প্রচার সভায় বড় পর্দায় শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন অভিনয় শিল্পীরা।
প্রচার সভায় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনয় শিল্পীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সারাবাংলা/এমএমএইচ/জেএএম