Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ববি হাজ্জাজের নির্বাচনি অফিসে হামলা ও দখল, সিইসিকে চিঠি


১২ ডিসেম্বর ২০১৮ ১৪:০৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচনি অফিসে কর্মীদের ওপর হামলা করে অফিস দখলে নিয়েছে, এমন অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে চিঠি দিয়েছেন ঢাকা-৬ আসনের প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে এসে সিইসিকে এই অভিযোগের চিঠি দিয়েছেন তিনি।

অভিযোগে তিনি বলেন, বর্তমান কমিশনের প্রতি আস্থা রেখেই আমরা ৫৫টি আসনে প্রার্খী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু পরিতাপের বিষয় নির্বাচনি পরিবেশ নিয়ে গণমাধ্যমে অসন্তোষ প্রকাশ করে আসলেও এ ব্যাপারে আশানুরূপ কোনো প্রতিকার পাইনি।

বিজ্ঞাপন

ববি হাজ্জাজ বলেন, ‘গত মধ্যরাতে আমার নির্বাচনি এলাকার গেন্ডারিয়া থানা সংলগ্ন নির্বাচনি কার্যালয়ে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বর্তমান এমপির কর্মীরা সন্ত্রাসী কায়দায় হামলা করে। আমার পোষ্টার ছিঁড়ে, কার্যালয় দখল করে রেখেছে। আমি ও আমার কর্মীরা কার্যালয়ে যেতে পারছি না। তাই, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমার নির্বাচনি কার্যালয়ের পূর্ণ নিরাপত্তা দাবি করছি।’

বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে না পেরে সচিবের কাছে আমাদের চিঠি দিয়ে এসেছি। সচিব কোনো প্রতিকার দিতে পারেননি। নির্বাচন যেনো একটা দুধভাত খেলা। আমাদের কার্যালয় ভেঙে যাবে, কর্মীদেরকে মারধর করা হবে। আর উনারা বলবেন দেখবেন। আর কিছু করার নেই কমিশনের।

ববি হাজ্জাজ বলেন, আমাদের ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রত্যেকের কাছ থেকেই আমরা অভিযোগ পাচ্ছি। গতকাল মধ্যরাতে আমার প্রতিপক্ষ ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশিদ সাহেবের গুন্ডা বাহিনী দিয়ে আমার গেন্ডারিয়ার দপ্তর ভাঙচুর করেন। আমার নেতাকর্মীদের অত্যাচার চালান এবং হুমকি ধামকি দেন। আমার অফিস দখল করে রেখেছেন। এখানে আসার আগ পর্যন্ত তারা আমার নির্বাচনি অফিস দখল করে রেখেছিলেন।

তিনি বলেন, ‘আমরা বার বার মাঠে যাবো। কিন্তু আমরা এর প্রতিকার চাই। আমার গেন্ডারিয়ার যে দপ্তরে হামলা হয়েছে, সেটি গেন্ডারিয়া থানার একশ’ গজের মধ্যে। থানা জানে না তা হতে পারে না। নির্বাচন কমিশন যদি আমাদের কথা শুনতে না চান, তাহলে তারা কিভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে। নির্বাচন একটি যুদ্ধ ছাড়া কিছু না। আমরা এই যুদ্ধের মাঠে নেমেছি। আমরা যুদ্ধ করে যাবো। কিন্তু আমরা নোংরাভাবে যুদ্ধ করতে চাইনা।’

সারাবাংলা/ জিএস/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর