Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষের জোয়ার থামানো যাবে না: মওদুদ


১২ ডিসেম্বর ২০১৮ ১৪:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জোয়ার থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বুধবার (১২ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সারাদেশে নির্বাচনের সার্বিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

মওদুদ আহমদ বলেন, ‘সারাদেশে ধানের শীষে পক্ষে যে জোয়ার উঠেছে, তাতে সরকার ভয়-ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে বেছে নিয়েছে সন্ত্রাসের পথ। কিন্তু আওয়ামী লীগ যতই আচরণবিধি লঙ্ঘন করুক না কেন, আমরা নির্বাচনের শেষ পর্যন্ত থাকব।’

‘ধানের শীষের যে জোয়ার উঠেছে, তাকে থামানো যাবে না। শেষ পর্যন্ত জনগণের বিজয় হবে এবং আমাদের নেত্রী মুক্তি পাবেন’— বলেন মওদুদ।

তিনি বলেন, ‘যতোই দিন যাচ্ছে সরকার বুঝতে পারছে জনগণ তাদের সঙ্গে নেই। মাঠে তাদের ভোট নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সরকারের এই অপচেষ্টাকে প্রতিহত করবে। তারা ভোট কেন্দ্রে যাবে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং এই ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে, ভোটের অধিকার ফিরে পাবে, এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে।’

পুলিশ ও প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের সমর্থকরা সুষ্ঠু নির্বাচনের সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, ‘জোরপূর্বক কেন্দ্র দখল ছাড়া সরকারের আর কোনো রাস্তা নেই। তাই সন্ত্রাসীরা এখন থেকেই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে।’

নির্বাচনী এলাকায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই অভিযোগ করে তিনি বলেন, ‘লেভেল প্লেইং ফিল্ড দূরের কথা, এখন সর্বত্র বিরাজ করছে আান-লেভেল প্লেইং ফিল্ড। সরকারি দলের সবকিছু আছে, কিন্তু তাদের মাঠে ময়দানে ভোট নেই। এই বাস্তবতা বুঝে তারা সন্ত্রাস ও নৈরাজ্যকে বেছে নিয়েছে। তাই আদৌ নির্বাচন হবে কি না?— জনমণে এই প্রশ্ন দেখা দিয়েছে।’

বিজ্ঞাপন

মওদুদ বলেন, ‘এই ধরনের নির্বাচন আমার জীবনে দেখি নাই। তফসিল ঘোষণার পর গ্রেফতার অভিযান আরও বেড়ে গেছে। তারপরও আমরা দৃঢতার সাথে বিশ্বাস করি, জনগণ এবার ভোট কেন্দ্রে যাবেই। সরকারের পতন অবশ্যই হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/এমও

একাদশ নির্বাচন বিএনপি ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর