Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে জনসংযোগ শুরু প্রধানমন্ত্রীর


১২ ডিসেম্বর ২০১৮ ১৪:১৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৯:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন তার বড় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১২ ডিসেম্বর) টু্ঙ্গিপাড়ায় পৌঁছান। এরপর দুপুর সোয়া ২টায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু জন্য সকালে গাড়িবহর নিয়ে ঢাকা ত্যাগ করেন।

বিকেল কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

দুইদিনের সফরে গোপালগঞ্জে রয়েছেন শেখ হাসিনা। রাতে টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়িতে অবস্থান করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার পথে রওনা দেবেন শেখ হাসিনা।

গোপালগঞ্জ সফর শেষে ফেরার আওয়ামী লীগ সভাপতি কয়েকটি পথসভায় অংশ নেবেন। পথসভার স্থানগুলো হলো, ভাঙ্গার মোড়, ফরিদপুরের মোড়, রাজবাড়ী রাস্তার মোড় (রাজবাড়ী জেলা), পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ (ধামরাই) ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ড।

সারাবাংলা/এনআর/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর