Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম নির্বাচনী জনসভায় কোটালীপাড়ায় শেখ হাসিনা


১২ ডিসেম্বর ২০১৮ ১৬:২৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৮

।। নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট।।

কোটালিপাড়া থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোটালিপাড়ায় আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জনসমাবেশস্থলে আসেন। এদিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জনসংযোগ শুরু হওয়ার পর এটিই সংগঠনের সভাপতি শেখ হাসিনার প্রথম জনসভা।

কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। এদিন দুপুর ২টা ৪০ মিনিটে ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়।

জনসভা ঘিরে জেলা ও আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা দুপুর ১২টার আগে থেকেই জনসমাবেশস্থলে আসতে শুরু করেন। বিকেল ৩টা নাগাদ কানায় কানায় ভরে যায় স্কুলমাঠ।

জনসভায় সভাপতিত্ব করছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর। সভা পরিচালনা করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ প্রথম নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর