Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ মামলায় এহসানুল হক মিলনের হাইকোর্টে জামিন


১২ ডিসেম্বর ২০১৮ ১৭:০৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ১৩ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১২ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে মিলনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার গোলাম নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ সারাবাংলাকে জানান, ‘মিলনের পক্ষে ১৪টি মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি নিয়ে ১৩ মামলায় তাকে জামিন দিয়েছেন। এক মামলায় তার জামিন হয়নি। ফলে খুব তাড়াতাড়ি তার কারামুক্তি হচ্ছে না।’ এ ছাড়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল দায়ের করা হবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর ভোররাতে চাঁদপুর জেলার এডিশনাল এস পি মিজানুর রহমান ও জেলা ডিবির ওসি মামুনের নেতৃত্বে চট্টগ্রাম চকবাজারের ৪৫২ গোয়াসি বাগান রোডের এক বন্ধুর বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানল হক মিলনকে। এরপর থেকে তিনি কারাগারে আছেন। চাঁদপুরে তার বিরুদ্ধে ২৬টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ১৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আজকে ১৩ মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সারাবাংলা/এজেডকে/এমআই

১৩ মামলায় এহসানুল হক মিলনের হাইকোর্টে জামিন