জনগণ শেখ হাসিনার মতো একটি স্থায়ী সরকার চায় : স্বরাষ্ট্রমন্ত্রী
১২ ডিসেম্বর ২০১৮ ১৮:০৪
।।স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সম্প্রতি আমাদের আওয়ামী লীগ ও যুবলীগের দুজন নেতাকে হত্যা করা হয়েছে। যারা অগ্নিকাণ্ড করে, সন্ত্রাসী হামলা করে মানুষ পুড়িয়ে হত্যা করে এটা তাদেরই প্রয়াস। দেশের মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে। মানুষ এখন শান্তি চায়। আওয়ামী লীগ এটাই বিশ্বাস করে। তাই দেশের জনগণ স্থায়ী সরকার চায় বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ব্যবসায়ী পেশাজীবী জনতার সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদেশের জনগণ শান্তি চায়। এদেশের জনগণ শেখ হাসিনার মতো একটা স্থায়ী সরকার চায়। তাদের হত্যা করে বিভ্রান্ত করতে পারবেন না। জনগণ আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন। জনগণ আমাদের আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন। কাজেই হত্যা করবেন, সন্ত্রাস করবেন, আর জনগণকে সঙ্গে পাবেন এটা আপনাদের ভুল ধারণা। জনগণ আপনাদেরকে প্রত্যাখান করেছে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ। তারা যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি রয়েছে। দেশের সর্বোচ্চ শক্তি জনগণকে সঙ্গে নিয়ে তারা যেকোনো বিশৃঙ্খলা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। নির্বাচনকে ঘিরে বড় ধরনের যেকোনো আশঙ্ক্ষা জনগণকে সঙ্গে নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী প্রতিহত করবে। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আমাদের গোয়েন্দা বাহিনী সতর্ক রয়েছে। সবচেয়ে বড় কথা হলো দেশের জনগণ সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় না। কাজেই বড় কোনো আশঙ্কা নিরাপত্তাবাহিনীর কাছে কোনো চ্যালেঞ্জ নয়।’
এর আগে সমাবেশে ব্যবসায়ীদের উদ্দেশ্য করে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে আমরা উপযুক্ত রিপ্লেসমেন্ট করব। এবার যদি আমরা আবার ক্ষমতায় আসি তাহলে আপনাদের চাহিদা অনুযায়ী রিপ্লেসমেন্টের ব্যবস্থা করব। এখানে বিদ্যুৎ,পানিসহ নানান সমস্যা ছিল, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা ক্ষমতায় এলে সবকিছুর পরিবর্তন করব। আমরা আলোকিত একটা বাংলাদেশ চেয়েছি। তারই ধারাবাহিকতা আমরা তাই করে যাচ্ছি। সারা বাংলাদেশ একটাই উপলব্ধি করছে নৌকা মার্কার কোনো বিকল্প নেই। আমাদের প্রধানমন্ত্রীকে শুধু সারাদেশ নয় সারাবিশ্ব নেত্রীকে ভালোবাসেন। তিনি আগামীকালকে কী করবেন তা নিয়ে চিন্তা করেন, পরের দিন কী করবেন তা নিয়ে চিন্তা করেন। আজকের দিন নিয়ে পড়ে সন্তুষ্ট থাকেন না।’
নৌকা বিজয়ের প্রতীক, আলোকিত বাংলাদেশের প্রতীক, এগিয়ে যাওয়ার প্রতীক, সেজন্য ৩০ তারিখে আপনারা নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ মাস বিজয়ের মাস। এ মাসে আমরা দেশের বিজয় এনেছিলাম। তাই বিজয়ের মাসে নৌকার আরেকটি বিজয় আপনারা এনে দিবেন।
সমাবেশে কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতির নেতারাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসএইচ/এএস/একে