আ.লীগ ভোট চুরি করতে পারে, কেন্দ্র পাহারা দিন: মির্জা ফখরুল
১২ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ঠাকুরগাঁও: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট চুরি করতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কারণে তিনি জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ভোট চুরি করতে পারে। তাই বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিটি কেন্দ্রে জনগণকে পাহারায় থাকতে হবে।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু করা হবে। গ্র্যাজুয়েশন পর্যন্ত মেয়েদের ফ্রি ভাতা দেওয়া হবে। দেশের জনগণ নিরাপদে থাকতে পারবে।’ দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দুঃশাসন ও দুর্নীতি প্রতিরোধে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা, মাতৃহগাঁও, মোহাম্মদপুর, নারগুণ, ছোট খোঁচাবাড়ি, খেরশাডাঙ্গী ও কাজিপাড়া এলাকায় গণসংযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, নারগুণ ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, আল মামুনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করলেন।
সারাবাংলা/এমএইচ/টিআর