Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ প্রধানের কাছে প্রতিকার চাইল বিএনপি


১২ ডিসেম্বর ২০১৮ ১৮:২১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সারাদেশে বিএনপির নেতাকর্মী সমর্থকদের গ্রেফতার-হয়রানি এবং তাদের বিরুদ্ধে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে— এমন অভিযোগ তুলে পুলিশ প্রধানের কাছে এসবের প্রতিকার চেয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে পুলিশ সদর দফতরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীর সঙ্গে দেখা করে বিএনপির প্রতিনিধি দল এ দাবি জানিয়েছে।

দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সেলিমা রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম ও বিজনকান্তী সরকার।

আরও পড়ুন- সিইসি অসহায়, বিব্রত: সেলিমা রহমান

আইজিপির সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এলাকাসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, কোথাও আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ব্লকরেড করে বিএনপির নেতাকর্মী সমর্থকদের হয়রানি করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, গ্রেফতার হওয়া বিএনপি কর্মীদের জামিন দেওয়া হচ্ছে না, যারা জামিনে আছেন, তাদেরকে ইচ্ছা করে গ্রেফতার করা হচ্ছে।’

‘পুলিশ প্রধানের কাছে গিয়েছিলাম এই কথা বলতে যে, সুন্দর একটা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করতে চাচ্ছি আমরা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা যেন নির্বাচনি প্রচারণা চালাতে না পারি, কোনো এজেন্ট রাখতে না পারি, আমাদের নেতাকর্মীরা যাতে মাঠে থাকতে না পারে, সে লক্ষ্যে এগুলো তারা ইচ্ছাকৃতভাবে করছে,’— বলেন সেলিমা রহমান।

তিনি বলেন, ‘আমাদের আপিল ছিল এই ১৮দিন অন্তত আমাদের শান্তিভাবে কাজ করতে দেওয়া হোক, আমাদের নেতাকর্মীদের মাঠে থাকতে দেওয়া হোক যেন আমরা একটা ভালো নির্বাচন করতে পারি।’

পুলিশ প্রধান আপনাদের কী বলেছেন?— এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, ‘আইজিপি মহোদয় বলেছেন, দুয়েকটা ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। আমরা ভেবেছিলাম এ রকম হবে না— কিন্তু হয়েছে। এখন থেকে আমরা চেষ্টা করব আপনারা যেন সুন্দরমতো নির্বাচনি প্রচারণা চালাতে পারেন।’

‘তিনি (পুলিশ প্রধান) কথা দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করবেন’— বলেন সেলিমা রহমান।

পুলিশ প্রধানের বক্তব্যে আপনারা আশ্বস্ত হয়েছেন কি না?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন আশ্বস্ত… এই মুহূর্তে আমাদের তো কোনো উপায় নেই। আমরা প্রতিজ্ঞা করেছি শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। আমরা পুলিশ প্রধানকে অনুরোধ করেছি, কোনো পুরনো মামলায় এই ১৮ দিনে যেন কেউ গ্রেফতার না হয়।’

‘তিনি (পুলিশ প্রধান) আমাদের কথা সুন্দরমতো শুনেছেন। আশা করি আমরা তার সহযোগিতা পাব’— বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

সারাবাংলা/এজেড/টিআর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর