Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ দিন পর ভোটের মাঠে নামছে আওয়ামী লীগ


১১ জানুয়ারি ২০১৮ ১২:৫৪

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা :  জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ২৬ জানুয়ারি থেকে আওয়ামী  লীগের নেতারা মাঠে নামছেন। ধানমণ্ডিতে দলের সম্পাদকমণ্ডলির বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন বিষয়ে জেলায় জেলায় প্রচার অভিযান চলবে। এ লক্ষ্যে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ২৬ জানুয়ারি থেকে তারা নির্বাচনী সফরে বের হবেন।

বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলির সভা শুরু হয়। দুপুরে বৈঠক শেষে কাদের বলেন, দলকে আরও স্মার্ট করব, দলের গতিশীলতা আরও বাড়ানো হবে। দলের অভ্যন্তরীণ গণতন্ত্র আরও সুসংহত হবে।

‘নির্বাচনের আগেই সারাদেশে নৌকার জোয়ার শুরু হয়েছে’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

আওয়ামী লীগ আরো সুসংগঠিত হয়ে আগামী নির্বাচনে অংশ নেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা দলকে আরো স্মার্ট করব। এজন্য আট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা কাজ করছেন। নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।

সরকারের চার বছর পুর্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানান ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন,  শুধু লিপ সার্ভিস (মুখের কথা) দিয়ে ভোটারদের মন জয় করা যায় না। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে আবারো জয়ী হবো; আমাদের কাজের জন্য, আমাদের উন্নয়নের জন্য, আমাদের অর্জনের জন্য এবং আমাদের নেত্রীর ডায়নামিক ভিশনারি লিডারশিপের জন্য। এটা আমাদের জন্য অনেক বড় অ্যাসেট (সম্পদ)।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে। দুইবছর হলো তাদের সম্মেলন হয়েছে। এখন পর্যন্ত একটা ওয়ার্কিং কমিটির মিটিং হয়নি। তাদের এক নেতা নিজের ছেলেকে সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে। এই হলো দলটির গণতন্ত্রের নমুনা। তাদের মুখে কি গণতন্ত্রের কথা মানায়?

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কাদের বলেন, আমরা দল থেকে এখনো কাউকে মনোনয়ন দিইনি। দলের মনোনয়ন বোর্ড কাকে মনোনয়ন দেওয়া হবে তা চূড়ান্ত করবে। কারণ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। দলের ভেতর আমরা গণতন্ত্রের চর্চা করি, গণতন্ত্রে বিশ্বাস করি।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

সারাবাংলা/এইচএ/একে

 

আওয়ামী লীগ জাতীয়-নির্বাচন

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর