Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ৩ শ্রমিকের


১৩ ডিসেম্বর ২০১৮ ১৩:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ময়মনসিংহ : ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দার জামতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামতলা গ্রামের নুরু মিয়ার ছেলে জাকির হোসেন, তারাকান্দা উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুল খালেক এবং রহমত আলীর ছেলে শহিদ।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে চার শ্রমিক কাজের উদ্দেশ্যে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ওই শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

বিজ্ঞাপন

আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহিদ।

ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সারাবাংলা/এসএমএন

কাভার্ড ভ্যান সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

‎ওয়ালটনে কাজের সুযোগ
১৫ জুলাই ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর