Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪


১৩ ডিসেম্বর ২০১৮ ১২:৪৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

তুরস্কের রাজধানী আংকারায় একটি দ্রুত গতির ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩জন। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও আল জাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ছবিতে দেখা যায় যে, জরুরি সেবাদানকারী কর্মীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে হতাহতদের উদ্ধার করছেন।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছে, দ্রুত গতির ক্ষমতাসম্পন্ন ট্রেনটির সঙ্গে অপর একটি ট্রেনের সংঘর্ষ ঘটেছে।

তবে আনকারার গরভর্নর ভাসিপ শাহিন বলেন, ট্রেনটি ট্র্যাক পরীক্ষাকারী একটি চারীর সঙ্গে সংঘর্ষ ঘটলে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি আংকারা থেকে কনিয়া শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

এদিকে, বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ঘটনায় ট্রেনটির দু’টি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

সারাবাংলা/ আরএ

ট্রেন দুর্ঘটনা তুরস্ক

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর