Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমতায় এলে বিভাগ হবে ফরিদপুর’


১৩ ডিসেম্বর ২০১৮ ১৩:১৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৬

।। নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ফরিদপুর থেকে: আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আপনাদের দাবি করতে হবে না, আমি আগেই আপনাদের এলাকায় এসে কথা দিয়েছিলাম, ফরিদপুরকে বিভাগ করে দেবো। এর জন্য তো একটি প্রক্রিয়া আছে। একটা জেলা নিয়ে তো বিভাগ হয় না। সেজন্য অন্যান্য জেলার সঙ্গে আলোচনা চলছে। আমরা ক্ষমতায় এলে সেই প্রক্রিয়া শেষ করে ফরিদপুরকে বিভাগ করব।

আরও পড়ুন- ‘নৌকার প্রার্থী আ.লীগের প্রতিনিধি, তাকেই ভোট দেবেন’

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কোমরপুরে এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। সকাল ৯টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকার পথে রওনা হয়েছেন তিনি। এর আগে, ফরিদপুরের ভাঙ্গায় এক পথসভায় অংশ নেন তিনি। ঢাকার পথে আরও কয়েকটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

পথসভায় ফরিদপুর সদর এলাকা নিয়ে গঠিত ফরিদপুর-৩ আসনে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষেও ভোট চান শেখ হাসিনা। তিনি বলেন, এই দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য আরেকটা সুযোগ চাই। আমার একটাই লক্ষ্য— দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া।

আরও পড়ুন- ঢাকার পথে শেখ হাসিনা, করবেন ৭টি পথসভা

পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

এর আগে, ফরিদপুরের ভাঙ্গায় পথসভায় শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। এ মাস আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাসের ৩০ তারিখ নির্বাচন। এ নির্বাচনে আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের এই এলাকায় আমরা প্রার্থী দিয়েছি, যিনি নৌকা মার্কায় নির্বাচন করছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি। সেই মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, যেন এই বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি।

বিজ্ঞাপন

ফাইল ছবি

সারাবাংলা/এনআর/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর