Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ


১৩ ডিসেম্বর ২০১৮ ১৪:১৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে করপাড়া ইউনিয়নে লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খানের নির্বাচনি ক্যাম্পে এই ঘটনা ঘটে।

প্রতিপক্ষের লোকজন অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন আনোয়ার হোসেন খান। আগুনে ক্যাম্পের প্লাস্টিক চেয়ার ও টেবিল পুড়ে যায়। এ সময় পাশের চায়ের দোকানের আসবাবপত্রও পুড়ে যায়।

এ ঘটনার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজিবুল হক মজিব ধানের শীষের সমর্থকদের দায়ী করেন। তবে সুনির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি তিনি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা তোতা মিয়া জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

নির্বাচনি ক্যাম্পে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর