ট্রাম্পের সাবেক আইনজীবী কোহেনের ৩ বছর কারাদণ্ড
১৩ ডিসেম্বর ২০১৮ ১৪:০৪
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে ডিস্ট্রিক্ট জজ উইলিয়াম পউলি এই রায় ঘোষণা করেন। কোহেনের বিরুদ্ধে ট্রাম্পের সাথে সম্পর্ক থাকা দুই নারীর মুখ বন্ধ করতে অর্থ প্রদান ও রাশিয়ায় প্রস্তাবিত ট্রাম্প টাওয়ারের ব্যাপারে কংগ্রেসে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। খবর আল-জাজিরার।
মাইকেল কোহেন পূর্বেই তার দোষ স্বীকার করেছেন ও আইন-প্রয়োগকারী সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। নতুবা কোহেনের আরও দীর্ঘ মেয়াদের শাস্তি হতে পারতো।
বিচারক পউলি তার রায়ে সে বিষয়টি উল্লেখ করে বলেন, কোহেনের অন্যায় মেনে নেওয়ায় তার অপরাধ ধুয়ে মুছে যাবে না। তিনি তার নৈতিক স্থিতি হারিয়েছেন এবং একজন আইনজীবী হিসেবে তার সেটা ভালো করেই বুঝা উচিত ছিল।
উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাবমূর্তি বজায় রাখতে স্টর্মি ড্যানিয়েলস ও প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডুগালকে কোহেনের মাধ্যমে অর্থ প্রদান করেন ডোনাল্ড ট্রাম্প। শর্ত ছিল ওই দুই নারীর সাথে ট্রাম্পের পূর্বের ব্যক্তিগত সম্পর্ক চেপে যাওয়া। যা মার্কিন নির্বাচনি প্রচারণার নিয়ম ভঙ্গ করে।
এছাড়া, রিয়েল স্টেট ব্যবসায়ী ট্রাম্পের পরিকল্পনা ছিলো মস্কোতে বহুতল অট্টালিকা বানানো। সেই পরিকল্পনার কথাও কংগ্রেসের কাছে জবাবদিহিতায় লুকিয়েছেন কোহেন। সেইসঙ্গে কোহেন স্বীকার করেছেন ট্যাক্স ও ব্যাংক জালিয়াতির কথা। কোহেনের জবানবন্দিতে ট্রাম্প এসব বিষয়ে জানতেন বলা হলেও ট্রাম্প তা অস্বীকার করেছেন।
২০১৯ সালের মার্চের ৬ তারিখ থেকে কোহেনের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ রয়েছে আদালতের।
সারাবাংলা/এনএইচ