Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চে তুলে দেওয়ার আবেদন নিয়ে ইসিতে বিএনপি নেতা হাফিজ


১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।   

ঢাকা: যুবলীগ-ছাত্রলীগের হামলা, বাধার কারণে নিজের নির্বাচনি এলাকা ভোলার লালমোহনে যেতে পারছেন না বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ। এসময় তিনি ইসির কাছে তাকে লঞ্চে তুলে দেওয়ার আবেদন করেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এসে হাফিজ উদ্দিন এই আবেদন করেন। কমিশনে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়ে ফেরার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আসি ৬ বারের এমপি হওয়ার পরও নিজের নির্বাচনি এলাকায় যেতে পারছি না।’

‘গতকাল রাত সাড়ে ৮টায় তাশরিফ-৪ লঞ্চযোগে আমার নির্বাচনি এলাকা ভোলার লালমোহেনে যেতে চেয়েছিলাম। তখন ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারবাহিনী সদরঘাটে লঞ্চটির নিয়ন্ত্রণ নিয়ে মাঝনদীতে নিয়ে যায়। সেখানে লঞ্চের ৪০টি কেবিন ভাঙচুর করে। এতে আমার অনেক কর্মীসহ লঞ্চের লোকেরা আহত হয়। আমি পরে লঞ্চে উঠতে না পেরে ফেরত আসি। আজও আমি সদরঘাটে গিয়ে ফেরত এসেছি। আজও যুবলীগ-ছাত্রলীগ পাহারা বসিয়ে রেখেছে, যাতে আমি এলাকায় না যেতে পারি’, বলেন বিএনপির এই নেতা।

বিজ্ঞাপন

সেনা মোতায়েন পেছানোর সিদ্ধান্ত দুঃখজনক: হাফিজ উদ্দিন

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ইসিতে আবেদন করেছি আমাকে এলাকায় যাওয়ার ব্যবস্থা করা হোক। এলাকায় আমার নিরাপত্তা লাগবে না, কিন্তু আমাকে ঢাকা ছাড়ার ব্যবস্থা করা হোক। আমি যাতে লঞ্চে উঠতে পারি সেই নিরাপত্তা দেওয়া হোক। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন।’

ইসির কাছে অবিলম্বে নির্বাচনে সেনা মোতায়েন করার দাবি করেছি জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, ‘আগে শুনেছিলাম ১৫ তারিখ সেনা মোতায়েন করা হবে, এখন শুনছি ২৫ তারিখ। পুলিশের ওপর মানুষের আস্থা নেই, তারা জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম। দেশে এখন গণতন্ত্র নাই, পুলিশও দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। তাই অবিলম্বে সেনা মোতায়েন করা হোক।’

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর