Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ১৬ কেজি সোনা আটক


১৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৪২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬১ পিস সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট। আটককৃত সোনার ওজন ১৬ কেজি ১শ গ্রাম।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

অথেলো চৌধুরী বলেন, ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার রেফারেন্স দিয়ে লাগেজটি ভিআইপি প্রোটোকলের মাধ্যমে বিকেল ৫টার দিকে বেরিয়ে যাচ্ছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট ল্যাগেজটি আটক করে। লাগেজটির ট্যাগে যাত্রীর নাম উল্লেখ রয়েছে সাইফুল ইসলাম।

অথেলো চৌধুরী আরও বলেন, ল্যাগেজটির ভেতরে ১৬১ পিস স্বণের্র বার পাওয়া গিয়েছে। যার ওজন আনুমানিক ১৬ কেজি ১শ গ্রাম। বাজার মূল্য ৮ কোটি ৫ লাখ টাকা। লাগেজটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৮ বিমানে করে বিকেল সাড়ে ৩টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

এই ঘটনায় কাস্টমস আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসজে/এনএইচ

অবৈধ স্বর্ণ আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর