Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবন্দি শাহাদাতের পক্ষে প্রচারে খসরু-নোমান


১৩ ডিসেম্বর ২০১৮ ২০:০০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: কারাবন্দি বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে প্রচারণা চালিয়েছেন দলের দুই শীর্ষ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের শাহাদাতের পক্ষে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউড়ির মোড়ে প্রচারণা মিছিল ও পথসভায় অংশ নেন এই দুই নেতা। দুই নেতাই পাশের দু’টি আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন। নিজেদের প্রচারণার বাইরে তারা শাহাদাতের জন্য ভোট চেয়ে গণসংযোগে নেমেছেন।

গণসংযোগ শেষে কাজীর দেউড়ি কাঁচাবাজারের সামনে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শাহাদাত একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সজ্জন মানুষ। মিথ্যা গায়েবি মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকেও সরকার কারাগারে বন্দি করে রেখেছেন। আসলে সরকার বেগম জিয়া কিংবা শাহাদাতকে নয়, দেশের গণতন্ত্রকে কারাগারে বন্দি করে রেখেছে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন সেটা তৈরি করতে পারেনি। অন্যদিকে সরকার বিএনপির গণজোয়ার দেখে দিশেহারা হয়ে দমন-পীড়ন অব্যাহত রেখেছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘শাহাদাত হোসেন কারাবন্দি থাকলেও হাজার হাজার কর্মীবাহিনী মাঠে আছে। আমাদের সবাইকে বেগম খালেদা জিয়া ও শাহাদাত হোসেনকে মুক্ত করার শপথ নিতে হবে। এজন্য জুলুম-নির্যাতন উপেক্ষা করে ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যেকোনো কিছুর বিনিময়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে।’

বিজ্ঞাপন

শাহাদাত হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট বদুরুল আনোয়ারের সভাপতিত্বে কমিটির সদস্য সচিব এস এম সাইফুল আলম, নগর বিএনপির যুগ্ন সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহাব কাশেমী, কাউন্সিলর মনোয়ার বেগম মনি, ফাতেমা বাদশা, জেলি চৌধুরী প্রচারণায় ছিলেন।

গত ৭ নভেম্বর বিকেলে ঢাকায় সিএমএম আদালত এলাকা থেকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর