Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলুন, এই বাবাকে খুঁজে বের করি


১৩ ডিসেম্বর ২০১৮ ২০:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: এ কে এম মঞ্জুরুল হকের বয়স প্রায় ৬৯ বছর, মাথা ভর্তি সাদা চুল। বরিশালের সাবেক বিভাগীয় কমিশনার ছিলেন তিনি কেবল এটুকু পরিচয়টাই দেন, আর কিছু বলতে পারেন না। মানুষটি ডিমেনশিয়ায় ভুগছেন।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রামপুরার বাসা থেকে তিনি বের হয়ে যান। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত তিনি বাসায় ফেরেননি।

বাসা থেকে বের হওয়ার সময়ে তার পরনে ছিলো নীল রঙের জিন্সের প্যান্ট এবং ক্রিম রঙের হাফ সোয়েটার।

শীতের এই  সময়ে বৃদ্ধ এই মানুষটি কোথায় আছেন, কীভাবে আছেন, কী খেয়েছেন অথবা আদৌও কিছু খেয়েছেন কি না, কোনো বিপদে পড়েছেন কি না সে ভাবনায় উদ্বিগ্ন তার পুরো পরিবার। পুরো একদিন পার হয়ে গেলেও তাকে না পাওয়ায় তার পরিবার সদস্য উদ্ভ্রান্ত হয়ে পড়েছেন।

স্বজনরা বলছেন, পুরো রামপুরা এলাকাতে মাইকিং করা হয়েছে কিন্তু কেউ তার খোঁজ দিতে পারেননি।

মঞ্জুরুল হকের নিখোঁজ হওয়ার বিষয়ে রামপুরা থানায় পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্বজনরা জানান, অসুস্থতার কারণে তিনি একই কথা বারবার বলেন এবং তার বাড়ি কোথায় অপরিচিতদের কাছে এ প্রশ্নটি তিনি বারবার করতে থাকেন। এর বাইরে তিনি আর কোনো কথা বলেন না।

অসুস্থ এ কে এম মঞ্জুরুল হককে যদি কোথাও পাওয়া যায় কিংবা কেউ তার সন্ধান পেলে ০১৭৭৭৭৯৯৮৪১ অথবা ০১৭১১২২২২৯০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/জেএ/একে

মঞ্জুরুল হক

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর