স্টার্সবৌর্গ হামলা: বন্দুকধারীকে ধরতে পুলিশি অভিযান
১৩ ডিসেম্বর ২০১৮ ২২:০৪
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের শহর স্টার্সবৌর্গে হামলার ঘটনায় বন্দুকধারীকে ধরতে অপারেশন চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) নিওড্রপ জেলায় এই অভিযান চালানো শুরু হয়। খবর বিবিসির।
চেরিফ চেকাত (২৯) নামের ওই সন্দেহভাজন হামলাকারী হামলার পর থেকেই পালিয়ে আছে। উল্লেখ্য, মঙ্গলবার (১১ ডিসেম্বর) স্টার্সবৌর্গের একটি ক্রিস্টমাস বাজারে বন্দুকধারীর গুলিতে তিনজনের মৃত্যু হয়। বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলিতে হামলাকারী আহত হয় ও পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
চেরিফকে ধরতে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। নজরদারি করা হচ্ছে ফ্রান্স-জার্মানি সীমান্তেও। এছাড়া মোতায়েন করা হয়, দু’টি হেলিকপ্টার ও ৩৫০ জন এজেন্ট।
পুলিশ জানায়, সন্দেহভাজনের পূর্বেও অপরাধের রেকর্ড আছে। তবে তার বাড়িতে অনুসন্ধান চালিয়ে তেমন কিছুর সন্ধান পাওয়া যায়নি।
ইতোপূর্বে, ফ্রান্সের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লরেন্ট নুনেজ জানান, হামলা জড়িত থাকার সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
সারাবাংলা/এনএইচ