Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু বিএনপির প্রার্থীই খালেদার ছবি ব্যবহার করতে পারবে: ইসি সচিব


১৩ ডিসেম্বর ২০১৮ ২২:২২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ২২:২৬

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শুধুমাত্র বিএনপির প্রার্থীরাই পোস্টার, ব্যানার, ফেস্টুনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নিবন্ধিত শরিক দলের প্রার্থীদের পোস্টারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘নিবন্ধিত কোনও দলের প্রার্থী তাদের জোটের প্রতীক ব্যবহার করতে পারলেও, ওই দলের প্রধানের ছবি পোস্টারে ব্যবহার করতে পারবে না। যারা দলের মনোনীত প্রার্থী তারাই কেবল দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবে।’

মনে হচ্ছে পুলিশই প্রতিপক্ষ: বিএনপি

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসিতে চিঠি দিয়ে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থীদের পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহারের অনুমতি চায় বিএনপির একটি প্রতিনিধি দল। এর প্রেক্ষিতেই ইসি সচিব এসব কথা জানান।

ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ আরও বলেন, ‘ইসি সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর সেনাবাহিনী মোতায়েন করা হবে। তারা ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘২২ ডিসেম্বর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন হবে বলে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। শনিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর