ইয়েমেনে সৌদিকে সমর্থন বন্ধের পক্ষে মার্কিন সিনেটে ভোট
১৪ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৪
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইয়েমেনের চলমান যুদ্ধে সৌদি-নেতৃত্বাধীন জোটকে সহায়তা বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন সিনেটররা। পাশাপাশি সৌদি লেখক ও সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায়ী ঘোষণা করার পক্ষেও ভোট দিয়েছেন তারা। খবর বিবিসির।
১৯৭৩ ওয়ার পাওয়ার এক্ট-এ স্বাক্ষর করার পর এই প্রথম মার্কিন কংগ্রেসের কোন কক্ষ একটি সামরিক সংঘাত থেকে সরে আসার পক্ষে ভোট দিল।
এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক অনুসারীও তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছে। সব মিলিয়ে সহায়তা বন্ধের পক্ষে ভোট পড়েছে ৫৬টি ও বিপক্ষে ভোট পড়েছে ৪১টি।
এই প্রস্তাবনা কি আইনে পরিণত হবে?
সে বিষয় এখনও নিশ্চিত নয়। এই ভোটদান মূলত প্রতীকী। এটা আইনে পরিণত হওয়ার সম্ভাবনা খুব কম।
‘ওয়ার পাওয়ার রেজুলেশন’র আওতায় মার্কিন প্রেসিডেন্ট ইয়েমেন থেকে সকল আমেরিকান সেনা সরিয়ে আনতে পারেন। তবে ইসলামি চরমপন্থিদের ক্ষেত্রে তিনি তা পারবেন না। রেজুলেশনটি বাধ্যতামূলক নয়।
খাশোগি হত্যায় ক্রাউন প্রিন্সকে দায়ী করা
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সর্বসম্মত ভোটে এক রেজুলেশন পাশ করেন। রেজুলেশনে খাশোগির হত্যার জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়।
আরও বলা হয়, সৌদি আরবের উচিত এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দেওয়া।
সারাবাংলা/ আরএ