প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ২
১৪ ডিসেম্বর ২০১৮ ১৪:০০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন পিবিআই পরিদর্শক(মেট্রো) সন্তোষ কুমার চাকমা।
গ্রেফতার দুজন হলেন- সাইয়িদ ইকরাম শাফী (৪৮) ও আজাদ কামাল নিশান (২০)। এছাড়া, অভিযানের সময় বক্কর নামে এক দলিল লেখক পালিয়ে যেতে সক্ষম হয়।
পিবিআই কর্মকর্তা সন্তোষ জানান, সাইয়িদ ইকরাম শাফী নিজেকে দৈনিক দিনকালের সাবেক সহ-সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। নিশান শাফীর বন্ধু বক্করের ছোট ভাই।
সীতাকুণ্ড উপজেলার কুমিরা মাজার গেইট এলাকায় শাফী, বক্কর ও নিশানের ‘আহমদিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি ফোন, কম্পিউটার ও ফটোকপির দোকান আছে। তারা ওই দোকানে বসে ফেসবুকে Mahmud Quraishi নামে একটি আইডি খোলেন।
সেই আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যদের নিয়ে নানা ধরনের কটূক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দিতেন।
সারাবাংলা/আরডি/এনএইচ