Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যফ্রন্ট অস্ত্রের রাজনীতি করছে, নৌকার প্রার্থীর অভিযোগ


১৪ ডিসেম্বর ২০১৮ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: ভাড়া করা অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্যবহার করে লক্ষ্মীপুরে ঐক্যফ্রন্ট অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর -১ (রামগঞ্জ) আসনের মহাজোট প্রার্থী ড. আনোয়ার হোসেন খাঁন। তিনি অভিযোগ করে বলেন, চট্টগ্রাম থেকে এসব সন্ত্রাসী ভাড়া করে আনা হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সংম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ভোরে স্থানীয় করপাড়া ইউনিয়নে তার নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অগ্নিসংযোগ করার ঘটনায় ঐক্যফ্রন্টের ১০ জনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি মামলাও করা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আনোয়ার খাঁন অভিযোগ করে বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম উপজেলার করপাড়া ইউনিয়নে নৌকার নির্বাচনি ক্যাম্প অগ্নিসংযোগ করেছে। তার অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় মহড়া দিয়ে ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করছেন। আওয়ামী লীগের কর্মীদের ওপর বার বার হামলা করছে। তারা শান্তির নয়, অস্ত্রের রাজনীতি করছেন। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। এভাবে জ্বালাও-পোড়াও করে সুষ্ঠু নির্বাচন করা যাবে না বলে অভিযোগ করেন তিনি। অগ্নি সংযোগ মামলার আসামিদের গ্রেফতারের দাবিও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী প্রমুখ।

প্রসঙ্গত: ১৩ ডিসেম্বর ভোরে স্থানীয় করপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে অগ্নি সংযোগ করা হয়। ওই দিন দুপুরে ঐক্যফ্রন্ট প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বাড়ীতে হামলা চালানো হয়। আওয়ামী লীগের লোকজন ওই হামলায় জড়িত ছিল বলে অভিযোগ করেন তিনি।

সারাবাংলা/এসএমএন

ঐক্যফ্রন্ট লক্ষ্মীপুর-১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর